Hindustan Times
Bangla

ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরাহ এবং সঞ্জনা গণেশনের সংসারে ফুটফুটে এক নতুন সদস্য এসেছে। 

কিন্তু নতুন মাকে চেনেন? তিনি কে, কী করেন? বা কোথা থেকে পড়াশোনা করেছেন? 

সঞ্জনার বয়স ৩২। 

তাঁর সঙ্গে যশপ্রীত বুমরাহর ২০২১ সালে বিয়ে হয়। 

তিনি বিশপস স্কুল এবং সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। 

বিটেক করেছেন তিনি। 

২০১৬ সালে সঞ্জনা প্রথম প্রচারের আলোয় আসেন। 

তিনি কলকাতা নাইট রাইডার্সের নাইট ক্লাব নামক একটি শোয়ের হোস্ট ছিলেন। সেখান থেকেই জনপ্রিয়তা পান। 

এরপর তিনি ধীরে ধীরে স্টার স্পোর্টসের প্রতিটা বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। 

ম্যাচ পয়েন্ট তাঁর অন্যতম সেরা শো। 

স্পোর্টস ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রিতে আসার আগে সঞ্জনা একজন মডেল ছিলেন। একাধিক বিউটি পেজেন্টেও অংশ নিয়েছেন। 

এমটিভি স্প্লিটসভিলা সিজন ৭ এর অংশ ছিলেন তিনি। কিন্তু মাঝপথেই খেলা ছাড়তে হয় তাঁকে তখন। 

সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি।

ইনস্টাগ্রামে তাঁর ৬ লাখ ১৫ হাজার ফলোয়ার আছে। টুইটারে ৮৭ হাজার ৬০০ ফলোয়ার।

তিনি ঘুরতেও ভীষণ ভালোবাসেন