Hindustan Times
Bangla

এই ৫টি টিপস ঠোঁটের কালচে ভাব দূর করবে।

মুখের সৌন্দর্যে ঠোঁট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আকৃতি ও রঙ মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

তবে ঠোঁটের রং কালো হয়ে গেলে দেখতে খুব খারাপ লাগে।

সিগারেট খাওয়া, রাসায়নিক দ্রব্য ব্যবহার করা ছাড়াও বারবার ঠোঁটে জিভ দিলেও ঠোঁটের রং কালো হয়ে যায়। কম জল খেলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে।

আপনিও যদি আপনার ঠোঁটের কালচে ভাব নিয়ে বিরক্ত হন, তাহলে এই ৫টি টিপস দিয়ে আপনার ঠোঁটের কালচে ভাব দূর করতে পারেন।

গ্লিসারিন ও জাফরানের সঙ্গে গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগালেও কালচে ভাব কমে।

ঘরেই ঠোঁট স্ক্রাব তৈরি করতে পারেন। এর জন্য হাফ চা চামচ ক্রিম, অল্প চিনি এবং হাফ চা চামচ লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন এবং ঠোঁটে ব্যবহার করুন।

ক্রিমের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে এবং নতুন উজ্জ্বলতা আসবে। 

রাতে ঘুমানোর আগে খাঁটি দেশি ঘি ঠোঁটে লাগান। এতে ঠোঁট নরম ও গোলাপি হবে।

শসার পেস্ট ১৫ থেকে ২০ মিনিট ঠোঁটে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে দুবার ব্যবহার করুন। শসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পিগমেন্টেশন কমায়।