Hindustan Times
Bangla

লম্বা ও ঘন চুল চান? হাতের কাছেই আছে উত্তর 

কোমর পর্যন্ত ঘন ও লম্বা চুল অনেকেরই স্বপ্ন। এর জন্য অনেকে প্রসাধনী দ্রব্যে ভরসা রাখেন।

রাসায়নিক দ্রব্য ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে। বড় হওয়ার বদলে চুলের ক্ষতি আরও বেড়ে যেতে পারে।

চুল লম্বা করার জন্য কারিপাতা ব্যবহার করা যেতে পারে।

 কারিপাতা ও নারকেল তেল মিশিয়ে প্রথমে গরম করে নিন। এরপর মিশ্রণটি ঠান্ডা করে নিয়ে চুলে লাগান। 

মেথিতে ভিটামিন ও প্রোটিন রয়েছে। এই দুটি উপাদান চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে। 

দই ও ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে মেথি গুঁড়ো মিশিয়ে চুলে নিয়মিত লাগান। এতে সহজেই চুল লম্বা হবে।

অ্যালোভেরা জেল চুলের জন্য বেশ উপকারী। এর মধ্যে থাকা প্রোটিন  ও ভিটামিন চুলকে ভিতর থেকে মজবুত ও লম্বা করে।

কাঁচা ডিমের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে চুলে রোজ লাগান। এতে দ্রুত চুল ঘন হবে ও বাড়বে।