By Priyanka Bose
Published 5 Sep, 2023

Hindustan Times
Bangla

কেন ডুবে গেল কৃষ্ণের দ্বারকা? কী হয়েছিল সেখানে

হিন্দু ধর্মে চার ধামের মধ্যে একটি হল দ্বারকা। গুজরাটের জামনগরে গোমতী নদীর তীরে অবস্থিত দ্বারকাধীশ মন্দির চার ধামের মধ্যে অন্যতম। এটি কৃষ্ণের প্রাচীন মন্দির।

দ্বারকাধীশের প্রধান মন্দির প্রায় ২৫০০ বছর পুরনো। কৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পর পরই নাকি সমগ্র দ্বারকা নগরী জলে তলিয়ে যায়। শুধু দ্বারকাধীশ মন্দিরের এই অংশ ও ভেট দ্বারকা সুরক্ষিত থাকে বলা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাভারতের যুদ্ধের কয়েক বছর পর কৃষ্ণ নগরী দ্বারকা জলে তলিয়ে যায়।

কেন কৃষ্ণের দ্বারকা জলে তলিয়ে গেল? কী হয়েছিল সেখানে, জানা যাক-

মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজয়ের এবং পাণ্ডবদের বিজয়ের পর যুধিষ্ঠির মুকুট পরেন। সেই সময় গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। মহাভারতের যুদ্ধের জন্য তাঁকে দায়ী করেছিলেন।

গান্ধরী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, আমি যদি পতিব্রত ধর্ম পালন করে থাকি, যেভাবে আমার পরিবার ধ্বংস হয়েছে সেভাবে তোমার পরিবারও ধ্বংস হবে।

আরেক কিংবদন্তি অনুসারে, মহর্ষি বিশ্বামিত্র, ঋষি কন্ব ও ঋষি নারদের অভিশাপের কারণে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলে তলিয়ে যায়।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মীয় শাস্ত্র এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।