Hindustan Times
Bangla

এই সপ্তাহান্তে বিশেষ কোনও প্ল্যান নেই? বাড়িতেই থাকবেন? তাহলে ঘরে বসে দেখে ফেলুন এই সিরিজ বা সিনেমাগুলো। 

কেমিস্ট্রি মাসি মুক্তি পেয়েছে হইচইতে। 

পলাশের বিয়ে দেখুন জি ফাইভে।  

করণ জোহর প্রযোজিত লাভ স্টোরিয়াকে রাখুন এই তালিকায়। এটিও আমাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। 

এখনও না দেখা হলে জি ফাইভে দেখে ফেলুন দ্য কেরালা স্টোরি। 

নেটফ্লিক্সে দেখে ফেলতে পারেন প্লেয়ার্স। 

গুড মর্নিং ভেরোনিকা সিজন ৩ দেখা যাবে নেটফ্লিক্সে। 

রায়সিংঘানি ভার্সেস রায়সিংঘানি, এটি সোনি লিভে দেখতে পারবেন। 

এই উইকেন্ডে ফাইভ ব্লাইন্ড ডেটস সিরিজ দেখে নিতে পারেন। এটি আমাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। 

এছাড়া এই একই প্ল্যাটফর্মে আছে হাউজ ইব নিনজাস, সেটাও দেখতে পারেন।