মনের মিল ছাড়া প্রেম বা ভালোবাসা অসম্ভব! তবে কিছু রাশি আছে যাদের একে-অপরের সঙ্গে মিল থাকে খুব। ওই যাকে বলে রাজযোটক!
মিথুন ও বৃষ রাশি
মিথুন ও বৃষ রাশির জাতক/জাতিকাদের সবচেয়ে বড় গুণ হল মানিয়ে নেওয়ার ক্ষমতা। সব ধরনের পরিস্থিতিতেই এরা আনন্দ খুঁজে নিতে পারে।
মিথুন ও মিথুন রাশি
নিজ রাশির জাতক/জাতিকাদের সঙ্গে মনের মিল সবচেয়ে বেশি হয়। বলা ভালো, একটি নিখুঁত জুটি তৈরি হয়।
মিথুন ও কর্কট রাশি
মিথুন ও কর্কটদের এমন একটি বন্ধন তৈরি হয় যেখানে তাঁরা পারস্পরিক সৃজনশীলতা ভাগ করে নিতে পারেন। কর্কটদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও মিথুনের মায়া-মমতা মিলে দুর্দান্ত জুটি তৈরি হয়।
মিথুন ও তুলা রাশি
মিথুন ও তুলা একসঙ্গে খুব রোম্যান্টিক। এরা সাধারণত একে-অপরকে চোখে হারায়। না বলেই বুঝে নিতে পারে সামনের মানুষটার মন।
মিথুন ও কুম্ভ রাশি
কুম্ভরা মিথুনদের জন্য অসাধারণ জুটি হিসেবে প্রমাণিত। শুধু প্রেম নয়, বন্ধুত্বের ক্ষেত্রেও এরা একে অপরের পরিপূরক।
মিথুন ও সিংহ রাশি
সিংহরা সাধারণত বাস্তবের মাটিতে পা রেখে চলতে ভালোবাসে। কল্পনাপ্রবণ মিথুনদের সামলাতে পারে সিংহরা তাই খুব ভালো।
মিথুন ও মীন রাশি
মীনরা উদ্যমী। আর এই স্বভাব আকৃষ্ট করে মিথুনদের। দুই রাশিই সত্যি কথা বলতে পছন্দ করে। তাই মিল হয় আরও বেশি।