Hindustan Times
Bangla

দিনে একবার মা সরস্বতী অবস্থান করেন আমাদের জিহ্বায়! এই সময় কোনও কথা বললে হয় সত্যি

হিন্দুধর্ম অনুসারে জ্ঞান, বিদ্যাচর্চা, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। তাঁর কৃপায় আমাদের জ্ঞান ও বুদ্ধি বাড়ে এবং বাচন ক্ষমতা উন্নত হয়। 

শাস্ত্র অনুসারে সারা দিনে একবার আমাদের সবার জিহ্বায় মা সরস্বতী অধিষ্ঠান করেন। ওই সময় আমাদের বলা সব কথাই নিশ্চিত ভাবে সত্যি হয়।

জেনে নিন দিনের কোন সময়ে আমাদের জিভে মা সরস্বতী বাস করেন-

হিন্দুধর্ম অনুসারে ব্রাহ্ম মুহূর্ত হল দিনের সবথেকে শুভ সময়। রাত তিনটের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত সময়টা হল ব্রাহ্ম মুহূর্ত।

মোটামুটি রাত ৩টে থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলে মনে করা হয়। এই সময়ই মা সরস্বতী আমাদের জিভে অবস্থান করেন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয়। এই সময় বলা প্রতিটি শব্দ সত্যি হয় বলে প্রচলিত বিশ্বাস।

বাড়ির প্রবীণরা অনেক সময় বলে থাকেন যে কখনও তিক্ত ও রূঢ় কথা বলতে নেই। বিশেষ করে ভোরবেলা কখনোই খারাপ কথা বলতে নেই বা কারোর খারাপ কামনা করতে নেই। 

 এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রহন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।