Hindustan Times
Bangla

মধুমিতা সরকার যেমন সাবেকি সাজে ভক্তদের মন জয় করেছেন, তেমনই বহুবার ধরা দিয়েছেন বোল্ড রূপে। 

এবারও তেমনই একটি বোল্ড ফটোশুটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

সেখানে তাঁকে কালো ব্রার নিচে লাল থাই স্লিট স্কার্ট পরেছিলেন। কোমরে লাগানো ছিল মুক্তোর কোমর বন্ধনী। 

এই পোশাকে তিনি বিভিন্ন পোজে ধরা দিয়েছেন। 

তাঁর ছবি যে সোশ্যাল মিডিয়ার উষ্ণতা বাড়িয়েছে সেটা বলাই যায়। 

তাঁর এই রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা। কেউ কেউ আবার করেছেন কটাক্ষ। 

'এত কষ্ট করে এটুকু পোশাক পরতে গেলেন কেন?' মন্তব্য করেন এক ব্যক্তি। কেউ আবার লেখেন, 'মা কালীর ডাকিনী যোগিনী লাগছে। পুরো রাক্ষসী।'

কেবল এটুকুই নয়, এসেছে বহু কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল প্রস্তাব। 

মধুমিতা বর্তমানে একাধিক ছবি এবং সিরিজের কাজে ব্যস্ত আছেন।