By Priyanka Bose
Published 14 May, 2023

Hindustan Times
Bangla

শাড়িতে অপরূপা বলিউডের 'ধক ধক গার্ল', রইল মাধুরীরর সেরা কিছু ছবি

আইভরি ফ্লোরাল শাড়ি

হাউস অফ মাসাবার কালেকশন থেকে হলুদ রঙের ব্লাউজের সঙ্গে আইভরি রঙের এই শাড়িতে অপরূপা মাধুরী দীক্ষিত

নীল শাড়ি

গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে জেজে ভালায়ার শাড়ি থেকে এই জেজেভি কাপুরথালা নীল রঙের শাড়িতে হাজির হন অভিনেত্রী

হলুদ এম্ব্রয়ডারি শাড়ি

নীতিকা গুজরালের কালেকশন থেকে প্রাণবন্ত হলুদ রঙের এম্রয়ডারি কাজ করা শাড়িতে হাজির হন অভিনেত্রী মাধুরী দীক্ষিত

এম্ব্রয়ডারি কাজ করা অরর্গানজা শাড়ি

জয়ন্তী রেড্ডির এই এম্ব্রয়ডারি কাজ করা অরর্গানজা শাড়িতে গ্ল্যামারাস লুকে মাধুরী

নেটের শাড়ি

ডিজাইনার ব্লাউজের সঙ্গে এই নেটের শাড়িতে মাধুরীর থেকে চোখ সরানো দায়