Hindustan Times
Bangla

মহাকুম্ভে মৌনী অমাবস্যায় মহাস্নান করা হবে। মৌনী অমাবস্যা ২০২৫ সালের ২৯ জানুয়ারি। 

এই দিনে, প্রয়াগরাজে প্রায় ১০ কোটি ভক্ত অমৃত স্নানে অংশগ্রহণ করতে পারবেন।

মৌনী অমাবস্যায় অমৃত স্নানের ব্রহ্ম মুহূর্ত হল ভোর ৫ টা ২৫ মিনিট থেকে ৬ টা ১৮ মিনিট পর্যন্ত।

আধ্যাত্মিকভাবে, মৌনী অমাবস্যার দিনে সঙ্গমে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে।

অমৃত স্নানের সময় সকাল ৮ টা ৩২ মিনিট থেকে ৯ টা ৫৩ মিনিট। 

অমৃত স্নানে, প্রথমে ১৩টি আখড়ার সাধু-ঋষিরা স্নান করেন। এতে, নাগা সাধুরা যারা ভোলে বাবার অনুসারী, তাদের প্রথম স্নান করার সুযোগ দেওয়া হয়। এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে।