By Priyanka Bose
Published 30 Aug, 2023

Hindustan Times
Bangla

AI-এর কল্পনায় বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল, ছবিতে যেন জীবন্ত উত্তম কুমার

বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল মহানায়ক উত্তমকুমার। তাঁর স্থান আজও সবার উপরে। কালজয়ী সব চলচ্চিত্র রয়েছে তাঁর।

১৯৮০ সালের ২৪ জুলাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালো দিন। সেদিনই প্রয়াত হন মহানায়ক উত্তমকুমার। আজও তিনি বাংলার দর্শকের মনে জায়গা করে আছেন।

মৃত্যুর এত বছর পরেও স্বর্গীয় উত্তম কুমারের স্মৃতি আজও উজ্জ্বল। AI ছবিতে মহীরুহ উত্তম কুমারকে একবারে নতুন রূপে ফুটিয়ে তুললেন এক শিল্পী।

সুদর্শন নায়কের এমন ছবি দেখে অবাক নেটিজেনরা। এই ছবি বানিয়েছেন পায়াব্রত রায় নামে এক শিল্পী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি শেয়ার করেছেন।

‘উত্তম কুমার’ এই নামটাতেই রয়েছে এক বিশেষ আভিজাত্য। শিল্পী পায়াব্রত রায় AI-এর কল্পনায় মহানায়কের ছবিগুলি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।

মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি।

এর আগে একাধিক অভিনেতা-অভিনেত্রীদের AI ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ইন্টারনেটে উপলব্ধ একাধিক টুলের মাধ্যমে তৈরি করা যায় এমন AI ছবি।

সমস্ত ছবির ক্রেডিট পায়াব্রত রায়ের ইনস্টাগ্রাম প্রোফাইল, (ইনস্টাগ্রাম- payabrataroy)