By Priyanka Bose
Published 12 Sep, 2023

Hindustan Times
Bangla

লিপস্টিক ছাড়া সাজ জমে? এই ৫ শেড এবার সবচেয়ে বেশি চলছে, মানাবে আপনাকেও

গায়ের রঙের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নিন। এটা ভীষণ জরুরি। আপনার লিপস্টিকের রঙ পছন্দ বলেই যে সেটায় আপনাকে সুন্দর দেখাবে তা কিন্তু নয়। ত্বকের টোন অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নেওয়াটাই শ্রেয়।

যে পাঁচ লিপস্টিকের শেড এখন ট্রেন্ডিয়ে রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক-

গাঢ় লাল রঙের লিপস্টিক

ফুচিয়া পিঙ্ক

বারগেন্ডি শেড

ব্রাউন শেড

ন্যুড শেড

তবে লিপস্টিক যে শুধু গায়ের রঙের উপরই নির্ভর করে তা কিন্তু নয়। মানানসই লিপস্টিক বাছতে গেলে আপনার ব্যক্তিত্বের উপরও নজর দেওয়া জরুরি।