By Priyanka Bose
Published 4 Sep, 2023

Hindustan Times
Bangla

গড়ুর পুরাণ কী বলছে? এই ভুলগুলি করলে কমতে পারে আয়ু

গড়ুর পুরাণে জন্ম মৃত্যু পর্যন্ত জীবনযাপনের সঠিক নিয়ম ব্যাখ্যা করা হয়েছে।

গড়ুর পুরাণ অনুসারে, কিছু ভুল করলে মানুষের আয়ু কমতে শুরু করে। জেনে নেওয়া যাক, কোন কাজ করলে মানুষের বয়স কমে যায়-

পুরাণ অনুসারে, প্রতিদিন দেরি করে ঘুমালে তাদের আয়ু কমতে শুরু করে।

দক্ষিণ দিকে পা রেখে ঘুমানো উচিত নয়। কথিত আছে, এভাবে ঘুমালে মানুষের আয়ু কমে যায়।

গড়ুর পুরাণ অনুসারে, প্রতি মাসের কৃষ্ণ চতুর্দশী, শুক্ল পক্ষ এবং অষ্টমী তিথিতে ব্রহ্মচর্য পালন করা উচিত।

আজকাল যারা ব্রহ্মচর্য পালন করে না তাঁদের আয়ু কমতে থাকে।

অপরিচিত নারীর জন্য মনের মধ্যে ভুল চিন্তা আনাই বয়স কমানোর জন্য দায়ী।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মীয় শাস্ত্র এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।