Hindustan Times
Bangla

দেশ জুড়ে পালিত হচ্ছে ফসল উৎসব, দেখুন মালাইকার বাড়িতে ওনাম-এর ঝলক

বাপের বাড়িতে পরিবারের সঙ্গে বিরাট আয়োজনে ওনাম পালন করলেন অভিনেত্রী মালাইকা আরোরা

বাড়িতে ওনাম উৎসব পালন এবং খাওয়াদাওয়ার আয়োজনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী

ওনামে বিরাট খাওয়াদাওয়ার আয়োজন মালাইকার বাড়িতে

মালাইকার মা এ দিন সমস্ত খাবার নিজের হাতে রান্না করেছেন

উৎসবের ছবি শেয়ার করে মালাইকা ওনাম-এর শুভেচ্ছা জানিয়েছেন

ওনাম চিংগাম মাসে পালিত হয়। এটি হল মালায়লাম ক্যালেন্ডারের সূচনা এবং ফসল কাটার উৎসব। 

সপরিবারে দক্ষিণ ভারতের উৎসব উদযাপনে মাতলেন মালাইকা। ওনামের মূল ঐতিহ্যই হল, নতুন ফসল দিয়ে দুই ডজনেরও বেশি নিরামিষ পদের রান্না। কলা পাতায় সাজিয়ে খাওয়া হয় সেই খাবার। 

 মায়ের হাতের রান্নায় প্রশংসা করে নায়িকা আরও লেখেন, 'মা তুমি বিশ্বের সেরা রাঁধুনি। পরিবার এবং বন্ধুদের রেঁধে খাওয়াতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো'।