By Ayan Das
Published 6 Jul, 2023
Hindustan Times
Bangla
হেলিকপ্টার দুর্যোগে কোমর ও পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটুতে ছোট অস্ত্রোপচারও করতে হতে পারে।
বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আজই অস্ত্রোপচার হবে।
তবে এই প্রথম চোট পেলেন না মমতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার চোট পেয়েছেন।
সম্প্রতি নিউজ ১৮ বাংলার সাক্ষাৎকারে নিজেই মমতা জানান যে দীর্ঘ কেরিয়ারে তাঁর কোথায় কোথায় চোট লেগেছে।
মমতা: আমার ব্রেন অপারেশন হয়েছে।
মমতা: আমার মাথায় ৪৬টি স্টিচ আছে।
মমতা: আমার দু'হাত অপারেশন হয়েছে। দু'হাত পুরো কাটা (এএফপি ফাইল)
মমতা: আমার পেট পুরো কাটা। তিনবার অপারেশন হয়েছে। (এএফপি ফাইল)
মমতা: আমার চোখে অপারেশন হয়েছে। (এএফপি ফাইল)
মমতা: নন্দীগ্রামে পায়ে যে চোটটা দিল, সেটা এখনও ভালো হয়নি। এখনও ফুলে আছে। কোনওদিন ভালো হবে না। (এএফপি ফাইল)
মমতা: এসব যন্ত্রণা নিয়েই আমায় চলতে হয়। আমার মনের জোর খুব বেশি। (এএফপি ফাইল)
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন