By Ayan Das
Published 2 Jul, 2023
Hindustan Times
Bangla
এখনই লোকসভা ভোট হলে কোন দল ক্ষমতায় আসবে? তা নিয়ে সমীক্ষা চালাল টাইমস নাও নবভারত ও ইটিজি।
কতজনের উপর সমীক্ষা?
১ লাখ ৩৫ হাজার মানুষ সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
বিজেপি-সহ এনডিএ
সমীক্ষা অনুযায়ী, ২৮৫-৩২৫ আসনে জিততে পারেন নরেন্দ্র মোদীরা। গতবার এনডিএ জিতেছিল ৩৫২ আসনে।
কংগ্রেস ও জোট দল
সমীক্ষা অনুযায়ী, রাহুল গান্ধীরা ১১১-১৪৯টি আসনে জিততে পারেন। গতবার ছিল ৯১।
তৃণমূল কংগ্রেস
সমীক্ষা অনুযায়ী, মাত্র ২০-২২ আসনে জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার ২২ আসনে জিতেছিলেন।
আম আদমি পার্টি (আপ)
সমীক্ষা অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়ালের দল ৪-৭ আসনে জিততে পারে।
বিজু জনতা দল (বিজেডি)
সমীক্ষা অনুযায়ী, নবীন পট্টনায়েকের বিজেডির ঝুলিতে যেতে পারে ১২-১৪ আসন।
সমাজবাদী পার্টি
অখিলেশ যাদবদের ঝুলিতে মেরেকেটে ৪-৮টি আসন যেতে পারে।
অন্যান্য
অন্যান্যরা ১৮-৩৮টি আসনে জিততে পারে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন