Hindustan Times
Bangla

১৯৮৪ সালে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেবার টুর্নামেন্টের সেরা হন সুরিন্দর খান্না।

১৯৮৬ সালে দ্বিতীয় এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সেরা হন অর্জুনা রানাতুঙ্গা। সেবার ওডিআই ফরম্যাটে খেলা হয়।

১৯৮৮ সালের এশিয়া কাপে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্টের সেরা হন নভজ্যোত সিং সিধু। সেবারও ওডিআই ফরম্যাটেই খেলা হয়।

১৯৯০-৯১ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু সেবার কেউ টুর্নামেন্টের সেরা হয়নি। ওডিআই ফরম্যাটেই হয় সেই টুর্নামেন্ট।

১৯৯৫ সালের এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করে ভারত। সেবারও টুর্নামেন্টের সেরা হন নভজ্যোত সিং সিধু। ওডিআই ফরম্যাটেই হয় খেলা।

১৯৯৭ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ফের একবার টুর্নামেন্টের সেরা হন অর্জুনা রানাতুঙ্গা। সেবারও ওডিআই ফরম্যাটেই খেলা হয়।

২০০০ সালের এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। টুর্নামেন্টের সেরা হয় মহম্মদ ইউসুফ। ওডিআই ফরম্যাটেই হয় টুর্নামেন্ট।

২০০৪ সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। সিরিজের সেরা হন সনৎ জয়সূর্য। ওডিআইতেই হয় ম্যাচ।

২০০৮ সালে ফের চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। এবার সিরিজের সেরা হন অজন্তা মেন্ডিস। ৫০ ওভারের ফরম্যাটেই হয় টুর্নামেন্ট।

২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সিরিজের সেরা হন শাহিদ আফ্রিদি। ৫০ ওভারের হয় টুর্নামেন্ট।

২০১২ সালে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জেতে পাকিস্তান। সিরিজের সেরা হন শাকিব আল হাসান।

২০১৪ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। সেবার ওডিআই ফরম্যাটেই খেলা হয় এবং সিরিজের সেরা হন লাহিরু থিরিমান্নে। 

২০১৬ সালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে হয় এশিয়া কাপ। সেবার টুর্নামেন্টের সেরা হন সাব্বির রহমন।

২০১৮ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা হন শিখর ধাওয়ান। ওডিআই ফরম্যাটে হয় টর্নামেন্ট।

২০২২ সালে অর্থাৎ গত বছর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টের সেরা হন ওয়ানেন্দু হাসারাঙ্গা। গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে হয় এই টুর্নামেন্ট।