Hindustan Times
Bangla

বর অভিমন্যুকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা মানালির, কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম

স্বামী তথা পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মানালি দে।

সালটা ২০২০, ১৫ অগস্ট পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী।

অভিমন্যুর জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করে মানালি লিখেছেন, 'এ বছরও তুমি আমার হৃদয় আরও একটু বেশি চুরি করে নিয়েছ। শুভ জন্মদিন বর। ভালোবাসি তোমায়। চলো আরও অনেক স্মৃতি তৈরি করি'।

মানালি ও অভিমন্যু তাঁদের বিয়েতে কোনও জাঁকজমক করেননি। পরিবারের কয়েকজনের উপস্থিতিতে নেহাতই ছিমছাম আইনি বিয়ে সারেন তাঁরা।

অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে মানালির এটা দ্বিতীয় বিয়ে। তার আগে ২০১২-র ২৯ নভেম্বর গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মানালি দে। বেশ কয়েক বছর সংসার করার পর ২০১৬-তে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। 

শোনা গিয়েছিল সপ্তকের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন মানালি, পরে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

একসময় টলিপাড়ায় মানালি এবং অভিমন্যুকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তাঁরা যে ক্রমশ একে অপরের কাছে চলে এসেছেন, তা নাকি টের পেয়েছিলেন অনেকেই। 

প্রায় চার বছর ধরে চুটিয়ে সংসার করছেন এই দম্পতি। প্রায়শই রোম্যান্টিক ছবিও শেয়ার করেন।