Hindustan Times
Bangla

মণিপুর: নতুন করে হিংসার পর ১০ কোম্পানি আধা সেনা মোতায়েন

মণিপুরে সদ্য নতুন করে হিংসার ঘটনার পর আরও ১০ কোম্পানি আধা সেনা সেখানে শনিবার সন্ধ্যায় পাঠাল কেন্দ্র।

দশটি কোম্পানির মধ্যে, সিআরপিএফের পাঁচটি, বিএসফের-এর তিনটি, এবং এসএসবি এবং আইটিবিপির একটি করে - শনিবার সন্ধ্যায় মণিপুরে পৌঁছেছে। 

ভারতীয় সেনা, আধা সেনা, মণিপুর পুলিশ একযোগে এই হিংসায় অভিযুক্তদের  দমন করতে উদ্যত হয়েছে। 

সদ্য মণিপুরের বিষ্ণুপুরে একটি গুলি চালনার ঘটনা ঘটে যায়। তারফলে ৩ জনের মৃত্যু হয়। পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফলে ইতিমধ্যেই কার্ফু লাগু হয়েছে।

শনিবার রাতেই ভারতীয় সেনা জানিয়েছে, বিষ্ণুপুরে ওই গুলি চালনার ঘটনার পর একাধিক অপারেশনস শুরু হয়।

উল্লেখ্য, শুক্র এ শনিবার কুকি বনাম মেইতেই গোষ্ঠীর সংঘাতে একাধিক নতুন ঘটনা উঠে আসে। তারপরই পদক্ষেপ করে কেন্দ্র।

শনিবার রাতে, ইম্ফল-পশ্চিম জেলার লিলং চাজিং-এ একটি পুলিশ দলের কাছ থেকে অস্ত্র ছিনতাই করার উদ্যোগ দেখা যায়। লাংগোল এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় ১৫ টি বাড়ি।