By Priyanka Bose
Published 6 Nov, 2023
Hindustan Times
Bangla
ঐশ্বর্য, সলমন থেকে সিড-কিয়ারা, মণীশের পার্টিতে যেন গোটা বলিউড, হাজির কে কে
ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রার প্রাক দিওয়ালি পার্টিতে চাঁদের হাট। গর্জিয়াস লেহেঙ্গা পরে হাজির ঐশ্বর্য রাই বচ্চন।
স্ত্রী মীরা রাজপুত কাপুরকে সঙ্গে নিয়ে হাজির শাহিদ কাপুর
জমকালো লেহেঙ্গে পরে কিয়ারা আডবানি, ভারী কাজের পাঞ্জাবি পরে দেখা মেলে সিদ্ধার্থ মালহোত্রার
ক্যাজুয়াল লুকে পার্টিতে যোগ দেন সলমন খান
শাড়ি পরে হাজির সানিয়া মালহোত্রা, লেহেঙ্গা পরে দেখা মেলে জাহ্নবী কাপুরের
চিকনকারি কাজের লেহেঙ্গা পরে যোগ দেন অনন্যা পাণ্ডে
কালো শেরওয়ানি পরে পার্টিতে দেখা মেলে আদিত্য রায় কাপুরের
স্বামী আয়ুশ শর্মার সঙ্গে পার্টিতে যোগ দেন অর্পিতা খান
মেয়ে রাশাকে নিয়ে মণীশের পার্টিতে যোগ দিয়েছিলেন রবিনা ট্যান্ডন
জ্যাকি ভাগনানি নুসরত ভারুচা একসঙ্গে পোজ দিয়েছেন পার্টিতে প্রবেশের মুখে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন