By Priyanka Bose
Published 19 Sep, 2023

Hindustan Times
Bangla

লন্ডন ফ্য়াশন উইকে ডেবিউ মানুষীর, ব়্যাম্পে ধরা দিলেন আগুন ধরানো লুকে

এই বছর লন্ডন ফ্যাশন উইকে (LFW) ডেবিউ করলেন মানুষী চিল্লার

প্রাক্তন মিস ওয়ার্ল্ড এবং অভিনেত্রী ২০২৪ সালের স্প্রিং ফ্যাশন উইকে ভারতীয় ডিজাইনার রকি স্টারের হয়ে শোস্টপার হয়েছিলেন।

রকি স্টারের সদ্য লঞ্চ হওয়া স্প্রিং/সামার ২০২৪ কালেকশন থেকে এই আউটফিটে ব়্যাম্পে হেঁটেছিলেন মানুষী

কালো গাউনে ব়্যাম্পে আগুন ধরানো লুকে ধরা দেন মানুষী

লন্ডন ফ্যাশন উইক স্প্রিং/সামার ২০২৪ থেকে অভিনেত্রীর একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়

শো শেষ হওয়ার সময় ডিজাইনার রকির সঙ্গে ব়্যাম্পে হেঁটেছেন মানুষী