By Priyanka Bose
Published 20 Nov, 2023

Hindustan Times
Bangla

অজি ব্যাটার ল্যাবুশানের স্ত্রীকে চেনেন? রইল আসল পরিচয়

আমদাবাদে টিম ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয়ী হল অস্ট্রেলিয়া। 

 ওপেনার ট্র্যাভিস হেড ও মিডিল অর্ডার ব্যাটার মার্নাস ল্যাবুশান। দু'জনে বড় পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতায় অস্ট্রেলিয়াকে। 

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস ল্যাবুশানের স্ত্রীকে চেনেন?

মার্নাস ল্যাবুশানের স্ত্রীর নাম বেক ল্যাবুশান। 

অজি তারকা ব্যাটার মার্নাস ল্যাবুশান এবং বেকের এক পুত্র সন্তানও আছে।

২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি।

ব্রিসবনের একটি চার্চে প্রথম দেখা হয়েছিল ল্যাবুশান এবং বেকার। এরপরই পরস্পরকে ডেট করেন তাঁরা।