By Priyanka Bose
Published 25 Jun, 2023
Hindustan Times
Bangla
দেখেছেন Maruti Suzuki-র প্রথম ইলেকট্রিক গাড়ি? লঞ্চের জন্য চলছে প্রস্তুতি
Maruti Suzuki eVX: ভারতে লঞ্চ হওয়া Maruti-র এটিই হবে প্রথম বৈদ্যুতিক গাড়ি।
সংস্থাটি অটো এক্সপো ২০২৩-এ eVX ধারণার কথা প্রকাশ করেছে।
রিপোর্ট অনুযায়ী, ডুয়াল ইলেকট্রিক মোটর সহ এই ইলেকট্রিক গাড়িতে অল-হুইল ড্রাইভ (AWD) ফিচার পাওয়া যাবে।
Maruti Suzuki eVX Concept মডেলটি পোল্যান্ডের রাস্তায় পরীক্ষা চালানোর সময় ধরা দিয়েছে। এতে নতুন স্টাইলের অ্যালয় হুইলের দেখা মিলেছে
নির্মাণকারী সংস্থাটি এর আগে নিশ্চিত করেছিল, তাদের এই মডেলটি একটি ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসবে। ফুল চার্জে এটি ৫৫০ কিলোমিটার রেঞ্জ চলবে।
মারুতি সুজুকি নিশ্চিত করেছে আসন্ন eVX Concept-এ ব্যবহৃত ব্যাটারিতে সুরক্ষা প্রযুক্তি দেওয়া হয়েছে।
এবছর অটো এক্সপো-তে গাড়িটির প্রদর্শন করেছিল ইন্দো-জাপানি সংস্থাটি। এটি ২০২৫-এ বাজারে আসার কথা শোনা যাচ্ছে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন