Hindustan Times
Bangla

মা হতে চলেছেন ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা, সাধভক্ষণ অনুষ্ঠান হবে না, তাও কি হয়!

ঘটা করে মাসাবাকে সাধ খাওয়ালেন স্বামী সত্যদীপ মিশ্রা, ছিলেন নীনা গুপ্তা সহ আরও অনেকেই...।

মাসাবার সাধ ভক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর কাছের দুই বন্ধু সোনম ও রিয়া কাপুর।

মাসাবার সাধ ভক্ষণ অনুষ্ঠানে দেখা গেল আলিয়ার লেখিকা দিদি শাহিন ভাট সহ তাঁর কাছের বন্ধুদের।

জানা যাচ্ছে, অক্টোবরেই আসছে মাসাবা-সত্যদীপের সন্তান

প্রথম বিয়ে সুখের দ্বিতীয় বিয়েতে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন মাসাবা গুপ্তা ও সত্যদীপ মিশ্রা।

এর আগে প্রযোজক মধু মন্তেনার সঙ্গে বিয়ে হয়েছিল মাসাবা গুপ্তার।