By Sritama Mitra
Published 22 Jan, 2023

Hindustan Times
Bangla

মৌনী অমাবস্যা উপলক্ষ্যে প্রয়াগরাজের সঙ্গমে ২.৯ কোটি মানুষের ভিড় হয়।

প্রয়াগের ৪৪ দিনব্যাপী এই মাঘমেলা শুরু হয়েছে শনিবার ২১ জানুয়ারি থেকে।

সঙ্গমে শনিবার মৌনী অমাবস্যা উপলক্ষ্যে বহু পূণ্যার্থীর ভিড় জমে পূণ্যস্নানের জন্য।

মৌনী অমাবস্যা উপলক্ষ্যে শনিবার সঙ্গমে সকাল ৮ টা নাগাদ ছিল ৫৫ লাখ পূণ্যার্থীর ভিড়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, সঙ্গমকে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্হমস্থল বলে মনে করা হয়। এই জলে পূণ্যস্নানের মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে।

এই বিশেষ জমায়েত ঘিরে প্রয়াগরাজে ছিল আটোসাঁটো নিরাপত্তা।

সঙ্গমের তীরে ৭০০ হেক্টর এলাকা জুড়ে ছিল প্রশাসনিক নজরদারি।