By Tulika Samadder
Published 13 Feb, 2023

Hindustan Times
Bangla

বিগ বস জিতে কত লাখ পেল এমসি স্ট্যান? এর আগে কে কত পেয়েছে?

বিগ বস ১৬ জিতে এমসি স্ট্যান পেলেন ৩১ লাখ ৮০ হাজার নগদ পুরস্কার। এবং একটি গাড়ি। 

প্রতীক সেহজপালকে ফাইনালে হারিয়ে তেজস্বী প্রকাশ বিগ বস ১৫-তে পেয়েছিলেন ৪০ লাখ টাকার নগদ পুরস্কার।

বিগ বস ১৪-এর বিজেতা রুবিনা দিলায়েক রাহুল বৈদ্যকে হারিয়ে পেয়েছিলেন ৩৬ লাখ।

সিদ্ধার্থ শুক্লা বিগ বস ১৩ থেকে পেয়েছিলেন ৪০ লাখ টাকা। 

দীপিকা কক্কর জিতেছিলেন বিগ বস ১২। পেয়েছিলেন ৩০ লাখ টাকা। 

বিগ বস সিজন ১১-র বিজেতা শিল্পে শিন্ডে পেয়েছিলেন ৫০ লাখ টাকা। 

বিগ বস ১০-এর বিজেতা মনবীর গুরজর জিতেছিলেন ৫০ লাখ টাকা নগদ।