By Tulika Samadder
Published 13 Feb, 2023
Hindustan Times
Bangla
বিগ বস জিতে কত লাখ পেল এমসি স্ট্যান? এর আগে কে কত পেয়েছে?
বিগ বস ১৬ জিতে এমসি স্ট্যান পেলেন ৩১ লাখ ৮০ হাজার নগদ পুরস্কার। এবং একটি গাড়ি।
প্রতীক সেহজপালকে ফাইনালে হারিয়ে তেজস্বী প্রকাশ বিগ বস ১৫-তে পেয়েছিলেন ৪০ লাখ টাকার নগদ পুরস্কার।
বিগ বস ১৪-এর বিজেতা রুবিনা দিলায়েক রাহুল বৈদ্যকে হারিয়ে পেয়েছিলেন ৩৬ লাখ।
সিদ্ধার্থ শুক্লা বিগ বস ১৩ থেকে পেয়েছিলেন ৪০ লাখ টাকা।
দীপিকা কক্কর জিতেছিলেন বিগ বস ১২। পেয়েছিলেন ৩০ লাখ টাকা।
বিগ বস সিজন ১১-র বিজেতা শিল্পে শিন্ডে পেয়েছিলেন ৫০ লাখ টাকা।
বিগ বস ১০-এর বিজেতা মনবীর গুরজর জিতেছিলেন ৫০ লাখ টাকা নগদ।
বিগ বস ৯ জিতেও প্রিন্স নারুলা জিতেছিলেন ৫০ লাখ টাকা। এর আগে রোডিজ, স্প্লিটসভিলাও জিতেছিলেন তিনি।
বিগ বস ৮-এর বিজেতা গৌতম গুলাটিও পেয়েছিলেন ৫০ লাখ টাকার ক্যাশ প্রাইজ।
বিগ বস ৭-এর বিজেতা গওহর খান পেয়েছিলেন ৫০ লাখ টাকা।
বিগ বস ৬ জিতে উর্বশী ঢোলাকিয়া পান ৫০ লাখ টাকা।
২০১২ সালে বিগ বস ৫ জেতেন জুহি পারমার। সঙ্গে জিতে নেন ১ কোটি টাকা।
বিগ বস ৪ জিতে শ্বেতা তিওয়ারিও পেয়েছিলেন ১ কোটি টাকার নগদ পুরস্কার।
বিগ বস ৩-এর বিজেতা বিন্দু দারা সিং-ও ১ কোটি টাকা ব্যাগে পুরেছিলেন বিগ বস জিতে।
বিগ বসের দ্বিতীয় সিজন জিতে নেন আশুতোষ কৌশিক। সঙ্গে পান ১ কোটি।
বিগ বসের প্রথম সিজন জিতেছিলেন আশিকি-খ্যাত রাহুল রায়। পুরস্কার হিসেবে তিনিও পেয়েছিলেন ১ কোটি টাকা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন