By Sanket Dhar
Published 15 Sep, 2023

Hindustan Times
Bangla

দুধের সঙ্গে ওষুধ খেলে বেশি কাজ দেয়? আসল সত্যিটা হয়তো অনেকেই জানেন না

দুধের সঙ্গে ওষুধ খান অনেকেই। এতে কী সত্যিই শরীরের উপকার হয়? আসল সত্যিটা জেনে রাখা ভালো।

দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়ামসহ একাধিক উপাদান। এগুলি আমাদের শরীরে পুষ্টির জোগান দেয়। 

কিন্তু দুধের সঙ্গে ওষুধ খেলে কোনও আলাদা প্রভাব পড়ে না শরীরে। বিজ্ঞানীদের কথায় এটি একটি ভ্রান্ত ধারণা।

দুধের সঙ্গে ওষুধ খেলে ক্যালসিয়াম রক্তে ওষুধের প্রবেশে বাধা দিতে পারে।

তাই কোনও কোনও চিকিৎসক ওষুধ দিয়ে খেতে বারণ করেন। 

শুধু তাই নয়, হজমের সমস্যাও বাড়তে পারে এর থেকে।