Hindustan Times
Bangla

হাতে লিখলে নাকি টাইপ করলে— স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় কীসে?

আজ আমরা এমন এক যুগে আছি যেখানে বেশিরভাগ পঠন-পাঠন এবং লেখার কাজ কম্পিউটার ডিভাইসের মাধ্যমে করা হচ্ছে।

ল্যাপটপ ও মোবাইলে নোট তৈরি করে লেখার প্রবণতা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

 বিশেষজ্ঞরা বলেছেন যে হাত দিয়ে যে কোনও কিছু লিখলে স্মৃতিশক্তি তীক্ষ হয়।

এমতাবস্থায় প্রশ্ন জাগে কম্পিউটারে টাইপ করলে নাকি হাতে লিখে জিনিস বেশি মনে রাখা যায়? এ বিষয়ে নরওয়ের বিজ্ঞানীরা ৩৬ জন শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়েছেন।

তাঁরা শিক্ষার্থীদের কম্পিউটারে এবং হাতে কিছু শব্দ লিখতে বলে, এ সময় তার মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করেছিলেন।

বিজ্ঞানীরা দেখেছেন হাতে লেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশে বেশি সংযোগ তৈরি হয়, কিবোর্ডে টাইপ করার সময় মস্তিষ্ক ততটা সক্রিয় হয় না।

বিজ্ঞানীরা বলছেন, মস্তিষ্কে বেশি সংযোগ তৈরি করলে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ে।

এমতাবস্থায় বিজ্ঞানীরা স্পষ্টতই বিশ্বাস করেন যে হাতে লেখা কিবোর্ড দিয়ে টাইপ করার চেয়ে স্মৃতিশক্তি বাড়াতে বেশি উপকারী।