Hindustan Times
Bangla

পিরিয়ডের সময়ে শ্যাম্পু করলে কী হয়? শরীরে কি কোনও প্রভাব পড়ে

প্রতিটি নারীর জন্য পিরিয়ড বা মাসিক খুবই সাধারণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রতি মাসে সঠিক সময়ে মাসিক শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতাও নিশ্চিত হয়।

অনেকে বিশ্বাস করেন পিরিয়ডের সময় চুল ধোয়ার ফলে প্রসবের ক্ষেত্রে সমস্যা আসে।

অনেকে যুক্তি দেন, ঋতুস্রাবের সময় চুল ধোওয়ার ফলে মাথা থেকে সমস্ত জল শুষে নেয়। ফলে জরায়ুতে ঠান্ডা শক্তি জমাট বাঁধে। ফলে প্রসবের ক্ষেত্রে সমস্যা হয়।

কাউকে এমনও বলতে শোনা যায়, পিরিয়ডের সময় চুল ধোওয়ার ফলে চুল পাতলা হয় এবং চুল পড়া শুরু হয়।

পিরিয়ডের সময় চুল ধুলে আদৌ কি কোনও ক্ষতি হয়? জেনে নেওয়া যাক-

অনেক জায়গাতেই প্রচলিত আছে এই সময় শ্যাম্পু করা উচিত নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসবের কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। সম্পূর্ণ অযৌক্তিক।

চিকিৎসকেরা বলেন, আমাদের মাথার ত্বক জলরোধী। এই অবস্থায় জরায়ুতে ঠান্ডা লাগার কথা সম্পূর্ণ ভুল।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডের সময় চুল ধোওয়ার ফলে চুল পাতলা হয় না বা পড়ে না। এই সমস্যা অবশ্য়ই অন্যান্য কারণে ঘটতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডের সময় আপনি স্নান করা বা চুল ধোওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করলে কোনও ভয় ছাড়াই করতে পারেন।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। কোনও নির্দিষ্ট তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।