By Priyanka Bose
Published May 2, 2023
Hindustan Times
Bangla
মেট গালায় আলিয়া-প্রিয়াঙ্কার পাশে কতটা চমকালেন কিম? নিজেরাই বিচার করুন
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস উভয়েই কালো এবং সাদা ভ্যালেন্টিনো পোশাক বেছে নিয়েছিলেন 'মেট গালা ২০২৩'-এর রেড কার্পেটে
পালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং-এর তৈরি এই মুক্তো খচিত গাউনে হাজির হন আলিয়া ভাট
কেন্ডাল জেনারকে একটি কালো পোশাকে দেখা গিয়েছে।
জেনিফার লোপেজ মেট গালায় অপেরা গ্লাভস এবং একটি কালো টুপির সঙ্গে কাট-আউট গাউন পরে পোজ দিয়েছেন
কাইলি জেনার একটি লাল পোশাক পরেছিলেন
মিন্ডি কালিং মেট গালা ২০২৩-এ একটি কর্সেটেড অফ-হোয়াইট পোশাক পরেছিলেন
মেট গালা ২০২৩-এ কিম কার্দাশিয়ান সম্পূর্ণরূপে মুক্তো দিয়ে তৈরি একটি পোশাক পরেছিলেন
শ্যানেলের ওয়েডিং গাউন পরে হাজির হয়েছিলেন পেনেলপ ক্রুজ, সিকুইন এমব্রয়ডারি করা হুডের সঙ্গে পোশাকটি পরেছিলেন তিনি
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন