Hindustan Times
Bangla

কংগ্রেসের সঙ্গে ছিন্ন দেওরাদের ৫৫ বছরের সম্পর্ক, একনজরে মুরলী-মিলিন্দের রাজনৈতিক জীবন

মিলিন্দের বাবা মুরুলী দেওরার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বহু বছরের। দেওরা পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ৫৫ বছরের।

মিলিন্দের বাবা মুরলী দেওরা ১৯৭৭-৭৮ সালে  ছিলেন মুম্বইয়ের মেয়র। পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন।

উল্লেখ্য, মিলিন্দ দেওরার বাবা মুরলী দেওরা রাজীব গান্ধীর খুবই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দেওরা ও গান্ধী পরিবারের সম্পর্কও ঘনিষ্ঠ ছিল।

মূলত, মুরলী দেওরা একাধারে শিল্পোদ্যোগী, অন্যদিকে সমাজকর্মী ও রাজনৈতিক নেতা। তিনি জিতেছিলেন ৪ টি লোকসভা ভোট। রাজ্যসভারও সদস্য ছিলেন। 

১৪ তম লোকসভায় মিলিন্দ ছিলেন সর্বকনিষ্ঠ সাংসদ। মিলিন্দের পড়াশোনা সিডেনহাম কলেজে। 

পরে উচ্চশিক্ষার্থে  তিনি বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন পড়েন বোস্টনের কোয়েস্টন স্কুল অফ বিজনেস থেকে।

২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে মিলিন্দ দেওরাও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি সংযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন একটা সময়।

পরবর্তী ২০১২ সালে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হয় ইউপিএ সরকারের আমলে।