একসময়ের সুপার মডেল, অভিনেতা, ক্রীড়াবিদ মিলিন্দ সোমনের এই পুণ্যস্নানে সঙ্গী তাঁর স্ত্রী অঙ্কিতা কোনার।
মিলিন্দের পরনে হলুদ ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, আর অঙ্কিতা পরেছিলেন ছিমছাম কুর্তা, এই পোশাকেই পুণ্যস্নান সারেন তাঁরা।
পুণ্যস্নানের নানান মুহূর্ত নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেছেন মিলিন্দ।
মিলিন্দ লেখেন, মৌনী অমাবস্যার মতো পবিত্র দিনে অঙ্কিতার সঙ্গে মহাকুম্ভে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই আধ্যাত্মিক জায়গায় এসে মনে হচ্ছে, এই অসীমের সামনে আমার অস্তিত্ব অতি ক্ষুদ্র।'
মহাকুম্ভের দুর্ঘটনার কথা জেনে মিলিন্দ লেখেন, ‘এই পৃথিবীতে আমরা যেটুকু সময় রয়েছি, সবটাই মূল্যবান। আমার মন ভরে গেলেও, গত রাতের ঘটনায় আমি মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারালেন তাঁদের জন্য আমার সমবেদনা রইল। হর হর গঙ্গে, হর হর মহাদেব!’
বয়স ৫৯, তবু মিলিন্দের কাছে এই বয়স যেন সংখ্যা মাত্র। চুল-দাড়িতে রুপোলি ঝিলিক দেখা গেলেও, চেহারায় বার্ধক্যের চিহ্ন মাত্র নেই।
বলিষ্ঠ চেহারা ও সুস্থ জীবনযাপনের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন ৫৯ বছরের এই সুপার মডেল- অভিনেতা, ক্রীড়াবিদ।
মারাঠি ব্রাহ্মণ পরিবারের ছেলে মিলিন্দের জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোয়। তবে আট বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে এদেশে আসেন তিনি।
ব্যক্তিগত জীবনে ২৬ বছরের ছোট অঙ্কিতা কোনারকে বিয়ে করে সুখেই জীবন কাটাচ্ছেন একসময়ের এই সুপার মডেল।