Hindustan Times
Bangla

চকচকে ত্বক, টোনড অ্যাবস, মিমির দুবাইয়ের ছবি দেখে হাঁ নেটিজেনরা

বিদেশ ঘুরে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ঠান্ডা আবহাওয়ায় হট পোশাক পরে ঘুরছেন অভিনেত্রী।

মিমির সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে তাঁর দুবাই ভ্রমণের ছবি দেখা যাচ্ছে।

রাজনীতি ছেড়ে মিমি চক্রবর্তীর এখন সম্পূর্ণ ফোকাস যে অভিনয়েই সেটা বলার অপেক্ষা রাখে না।

দুবাইয়ে সাইকেলিং করে ফুরফুরে মেজাজে দেখা মিলল মিমির।

ছবিতে অভিনেত্রীর টোনড অ্যাবস নজর কেড়েছে ফিটনেস উৎসাহীদের।

আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে আগামীতে 'আলাপ' সিনেমায় দেখা যাবে মিমিকে।  ২৩ ফেব্রুয়ারি এই ছবিতে তাঁর অংশের শ্যুটিং শেষ হয়েছে।

মিমির হাতে এখন ভরপুর কাজ। শোনা যাচ্ছে আগামীতে নাকি তাঁকে একটি বাংলাদেশি ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন শাকিব খান।