By Priyanka Mukherjee
Published May 24, 2023

Hindustan Times
Bangla

পরনে লাল বেনারসি, কপালে চন্দন! চুপিসাড়ে বিয়ে সারলেন মিমি?

শুভশ্রী থেকে নুসরত, সকলেই বিয়ে সেরে ফেলেছেন, মিমির বিয়েটা কবে? প্রশ্ন সবমহলে। এর মাঝেই বুধবার বোমা ফাটালেন নায়িকা

শাঁখা-পলায় মিমিকে দেখে নেটিজেনদের অনেকেই হয়রান! ব্যাপারটা কী?

মিমির ছবি দেখে অনেকেই লেখেন, 'যাক অবশেষে বিয়েটা সারলে', আবার কেউ বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তারকা সাংসদকে

না, বিয়ে সারেননি মিমি। এক গয়নার বিজ্ঞাপনের জন্য কনে সাজলেন যাদবপুরের তৃণমূল সাংসদ

রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে চুপ মিমি। নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন ৩৩ বছর বয়সী নায়িকা

বিয়ে প্রসঙ্গে মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, ‘মা চায় আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না...’

কাজ সামলে কবে বিয়ের পিঁড়িতে বসবেন মিমি? আপতত সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় নায়িকার অনুরাগীরা!