By
Published 3 Jan, 2025
Hindustan Times
Bangla
ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ, নতুন বছরের শুরুতে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। এই কনকনে ঠান্ডায় কোথায় বেড়াতে গিয়েছেন মিমি চক্রবর্তী?
শুক্রবার জঙ্গলে বেড়ানোর বেশকিছু ছবি দিয়ে মিমি লিখেছেন, ‘ভয়ঙ্কর ঠাণ্ডাতে চায়ের দোকানে আসছি…।’
মিমি চক্রবর্তী জলপাইগুড়ির মেয়ে, কাজের ফাঁকে সময়-সুযোগ পেলেই নিজের উত্তরবঙ্গের বাড়িতে ঘুরে আসেন তিনি। এবারও তিনি শীতের ছুটি কাটাতে সেখানেই গিয়েছেন।
উত্তরবঙ্গের জঙ্গলে ঘুরে বেড়ানোর বেশকিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন মিমি।
আবার কখনও চা-বাগানে গিয়ে চা-পাতা তোলার ছবিও পোস্ট করেছেন মিমি চক্রবর্তী।
মিমির পোস্টে ধরা পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ, সবুজ চা বাগানের ছবি।
মিমির এই পোস্টে নেটিজেনদের কমেন্টের বন্য়া বয়ে গিয়েছে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।