Hindustan Times
Bangla

একে ২৬ জানুয়ারি, তার উপর রবিবার, ছুটির দিনে অলস সময় কাটানোর ছবি দিলেন মিমি চক্রবর্তী।

সোফায় বসে সন্তানসম পোষ্যের মুখে মুখ দিয়ে চুমু, ছবি দিলেন মিমি।

মিমির কোলে মাথা রেখে ঘুমোচ্ছে তাঁর আদরের পোষ্য।

রবিবার ছুটির দিনে ভাবুক দৃষ্টিতে আনমনে চেয়ে মিমি।

মিমিকে পোষ্যের সরল, নিষ্পাপ আদর।

রবিবারের মধ্যহ্নভোজে মিমির মেনু পান্তা ভাত, পকোড়া, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা!

আর বিকেলের স্ন্যাকসে ছিল কেক।

পোষ্যের সঙ্গে খুনসুটিতে মজে প্রাক্তন সাংসদ,অভিনেত্রী।