Hindustan Times
Bangla

দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী।

৩০ সেপ্টেম্বর, সোমবার সকাল এই সুখবর শোনান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মিঠুন চক্রবর্তী অভিনীত এই সেরা ১০ ছবি কি আপনি দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে আপনার জন্য রইল তালিকা।

 ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত মিঠুন চক্রবর্তী অভিনীত 'মৃগয়া' অভিনেতার কেরিয়ারের অন্যতম সেরা ছবি বলাই যায়। 

তবে ১৯৮২ সালে মুক্তি পাওয়া 'ডিস্কো ড্যান্সার' অভিনেতাকে মুম্বইতে আলাদা করে পরিচয় গড়ে দিয়েছিল। প্রয়াত বাপি লাহিড়ীর সুর করা এই ছবির ট্যাইটেল ট্র্যাকে নেচে তিনি সবার নজর কেড়েছিলেন। 

১৯৮৭ সালে মুক্তি পাওয়া মিঠুন চক্রবর্তীর ছবি 'ড্যান্স ড্যান্স' ছবির ট্যাইটেল ট্র্যাকও অতি জনপ্রিয়। তাছাড়াও বাব্বর সুভাষ পরিচালিত এই ছবি আলাদা করে মানুষের মনে জায়গা করে নিয়েছিল।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি 'তিতলি' বৃষ্টি আর বাঙালীর প্রেমের আবেগের সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িয়ে থাকা একটা ছবি। 

২০০৬ সালের মুক্তি পাওয়া ছবি 'এমএলএ ফাটাকেষ্ট' অ্যাকশন হিরো মিঠুন চক্রবর্তীর অন্যতম সেরা বাণিজ্যিক ছবি। সেই সময় এই ছবির সংলাপ রীতিমতো ঝড় তুলেছিল বাংলার আনাচে-কানাচে।

তবে কেবল অ্যাকশন নয়, কমিডিতেও তাঁর জুড়ি মেলা ভার। ২০১২ সালে মুক্তি পাওয়া কমিডি ছবি 'হাউসফুল ২'-এ মজার চরিত্রে নজর কেড়েছিলেন মিঠুন চক্রবর্তী।

তাছাড়াও 'ও এম জি'-তে অসাধারণ অভিনয়ের জন্য বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিলেন অভিনেতা।

তবে 'শুকনো লঙ্কা' ছবিটিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় সারা জীবন মনে রাখার মতো।

মহেশ মাঞ্জরেকর পরিচালিত ছবি 'আমি সুভাষ বলছি'ও বহু মিঠুন-অনুরাগীর অন্যতম প্রিয় ছবি।

অভিজিৎ সেন পরিচালিত ২০২২ সালের মুক্তি পাওয়া ছবি 'প্রজাপতি' নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হলেও ছেলে-বাবার চরিত্রে দেব ও অভিনেতার রসায়ন সবার মনজয় করে নিয়েছিল।

 তাছাড়াও হালে রবিঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে মিঠুন চক্রবর্তীর ছবি সকলের মনে নতুন করে জায়গা করে আবেগের সৃষ্টি তৈরি করেছে।