নারকেল তেলেই বাড়বে ত্বকের জেল্লা! সঙ্গে মিশিয়ে নিন এই সব জিনিস
নারকেল তেল ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে।
নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড, যা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী সম্পন্ন।
Photo Credits: Unsplash
উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেলে হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারেন। কিছুটা নারকেল তেলের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
Video Credits: Pexels
তাছাড়া শুধু নারকেল তেলও মুখে লাগাতে পারেন। এতে থাকা ভিটামিন ই শুষ্ক ত্বক মেরামত করে। মুখ ধুয়ে নারকেল তেল মুখ থেকে গলা পর্যন্ত লাগিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগাতে পারেন।
Photo Credits: Pexels
রাতে মুখে নারকেল তেল লাগিয়ে ঘুমালে ত্বক ময়েশ্চারাইজড থাকে। যদি রাতভর তেল রাখতে না চান, তাহলে ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
Photo Credits: Pexels
শুষ্ক ত্বকের জন্য নারকেল তেলে মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। সমান পরিমাণে নারকেল তেল ও মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।