By Suman Roy
Published 21 Sep, 2023

Hindustan Times
Bangla

মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখলে কি যৌনশক্তি কমে? সত্যিটা কী

মোবাইল ফোন তো সকলেই সঙ্গে নিয়ে বেরোন। আর সেই ফোন রাখেন কোথায়? বেশির ভাগই উত্তর দেবেন প্যান্টের পকেটে। 

খুব সহজেই প্যান্টের পকেট থেকে বার করা যায় ফোন। কিন্তু এই সুবিধা কি কোনও অসুবিধারও কারণ হয়ে দাঁড়াতে পারে?

নেকেই দাবি করেন, প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখলে পুরুষের যৌনশক্তি হ্রাস পায়। কথাটা কতটা ঠিক? 

সত্যিই কি মোবাইল ফোন বীর্য উৎপাদনের হার কমিয়ে দেয়? কী বলছে বিজ্ঞান? এ জন্য প্রথমেই দেখতে হবে মোবাইলের গঠন। 

মোবাইল ফোন থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়। এর মধ্যে দীর্ঘ ক্ষণ থাকলে নানা ধরনের ক্ষতি হতে পারে।

মোবাইল কানের সামনে ধরে কথা বললে মস্তিষ্কে চাপ পড়ে। এবং এর ফলে মস্তিষ্কে টিউমার পর্যন্ত হতে পারে।

কিন্তু যৌনক্ষমতার ক্ষেত্রেও কি মোবাইলের খারাপ প্রভাব পড়তে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, কথাটি ভুল নয়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণু উৎপাদনের হার কমিয়ে দিতে পারে।

যদি মোবাইল ফোনটি প্যান্টের পকেটে থাকে, তাহলে তো কথাই নেই, যৌনাঙ্গের উপর প্রভাব পড়ে আরও বেশি। 

এছাড়াও শুক্রাণুর গুণগত মানও হ্রাস পায় এতে। অর্থাৎ ওই শুক্রাণু থেকে সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যেতে থাকে। 

তাই কেউ যদি বাবা হতে চান বা বাবা হওয়ার ক্ষেত্রে সমস্যায় ভোগেন, তাহলে দ্রুত এই অভ্যাস ত্যাগ করা উচিত।