Hindustan Times
Bangla

Most Test Wickets: দশম ভারতীয় পেসার হিসেবে ১০০ টেস্ট উইকেট সিরাজের, বাকিরা কারা?

টেস্টে ১০০ বা তারও বেশি উইকেট নিয়েছেন কোন কোন ভারতীয় পেসার, দেখে নিন তালিকা।

১. কপিল দেব টেস্টে ৪৩৪টি উইকেট নিয়েছেন।

২. জাহির খান টেস্টে ৩১১টি উইকেট নিয়েছেন।

৩. ইশান্ত শর্মা টেস্টে ৩১১টি উইকেট নিয়েছেন।

৪. জাভাগল শ্রীনাথ টেস্টে ২৩৬টি উইকেট নিয়েছেন।

৫. মহম্মদ শামি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন।

৬. জসপ্রীত বুমরাহ টেস্টে ২০৫টি উইকেট নিয়েছেন।

৭. উমেশ যাদব টেস্টে ১৭০টি উইকেট নিয়েছেন।

৮. কারসন ঘাউড়ি টেস্টে ১০৯টি উইকেট নিয়েছেন।

৯. ইরফান পাঠান টেস্টে ১০০টি উইকেট নিয়েছেন।

১০. মহম্মদ সিরাজ টেস্টে ১০০টি উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট নিয়ে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন সিরাজ।