By Sanjib Halder
Published 25 Dec, 2024
Hindustan Times
Bangla
এক বছর পর ক্রিকেটে প্রত্যাবর্তন করার পর থেকেই হাঁটুর সমস্যায় জর্জরিত মহম্মদ শামি।
বাংলার জার্সিতে রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে।
টি২০-তেও বাংলার হয়ে নয়টি ম্যাচ খেলার পরে হাঁটুর জন্য ম্যাচ ফিটনেসের অভাব দেখা যায় শামির।
জানা যাচ্ছে মহম্মদ শামির হাঁটুতে জল জমছে। ইতিমধ্যেই সেই জল বার করাও হয়েছে।
আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন মহম্মদ শামি।
বিসিসিআই জানিয়েছে শামি কোনওভাবেই বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে পারবেন না।
চলতি বিজয় হাজারে ট্রফিতে শামি অংশ নেবে কিনা তা তাঁর হাঁটুর উন্নতির উপর নির্ভর করবে।
মহম্মদ শামির ফিটনেস নিয়ে বাংলা শিবিরে অচলাবস্থা চলছে।
একটি সূত্র মারফৎ জানা গিয়েছে লাল বলের ক্রিকেটে অবসরের কথা ভাবছেন শামি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন