ISLএ ফের হার মহমেডানের, এবার হায়দরাবাদ এফসির বিপক্ষে ১-৩ গোলে হার
ম্যাচ হেরে মেহরাজউদ্দিন ওয়াদু বলছেন, ছেলেরা দ্বিতীয়ার্ধে অনেক লড়াই করেছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি
মহমেডান কোচ বলছেন, '৩ গোলে হার মেনে নেওয়া যায় না, রক্ষণকে আরও সঙ্ঘবদ্ধ হতে হবে, আর ফুটবলারদের মধ্যেও জেদ তৈরি করতে হবে '
হায়দরাবাদ এফসির গোল তিনটি করেন অ্যালান ডি সুজা, রামলুলচুঙ্গা এবং জোসেফ সানি
মহমেডানের একমাত্র গোল করেন মাকাল ছোঠে
মেহরাজ বলছেন, 'আমরা আসলে তরুণদের বেশি সুযোগ দিতে চাই, তাই আজ প্রথম একাদশে ৬টা পরিবর্তন করেছিলাম। ওরা সুযোগ পেয়ে নিজেদের প্রমাণের চেষ্টাও করেছে, বাকি ৫ ম্যাচে ভালো খেলার চেষ্টা করব '
মহমেডানের পরের ম্যাচ আগামী রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে