Hindustan Times
Bangla

ময়দান প্রাণ ফিরে পেয়েছে, এবার কি নিজেদের মাঠে রাতের আলোয় কলকাতা লিগ খেলবে মোহনবাগান

আবার যেন জীবন্ত হয়ে উঠল কলকাতা ময়দান।

গত সপ্তাহেই মহমেডান মাঠে কলকাতা লিগের ম্যাচ শুরু হয়েছে।

তাতেই করেই কিছুটা প্রাণ যেন ফিরেছিল কলকাতা ময়দানে।

এবার সেই পুরোনো ছবি নতুন আঙ্গিকে দেখাচ্ছে কলকাতা ময়দানে।

রবিবার মোহনবাগান মাঠে চিরপরিচিত ময়দানের ছবিটা স্বমহিমায় ফিরল।

হাজার হাজার মোহনবাগান সমর্থক আবেগে ভেসে গেলেন, সঙ্গে ফুটবলাররাও এমন ছবি দেখে অবিভূত।

এই ছবিটাই তো দেখার জন্য দীর্ঘ চার বছরের অপেক্ষা ছিল।

মোহনবাগান মাঠে বসে খেলা দেখলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।

মাঠের পরিবেশ দেখে মুগ্ধ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, যেন ব্রাজিলে রয়েছি।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মতে এইভাবে চললে তিন-চার বছরের মধ্যে বাংলার ফুটবলের হারানো জৌলুস আবার ফিরে আসবে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ জুলাই ফ্লাডলাইটে হতে পারে মোহনবাগান-কালীঘাট এমএস ম্যাচ।

প্রত্যেক ম্যাচের সেরাদের ২০০০ টাকা করে দেয় আইএফএ। নিজেদের ম্যাচের সেরাদের বাড়তি ১০,০০০ টাকা দেওয়ার কথা ভাবছেন মোহনবাগান কর্তারা।