Hindustan Times
Bangla

'মন ফাগুন'-এর জন্য কত পারিশ্রমিক পেতেন শন আর সৃজলা?

'মন ফাগুন' সিরিয়ালটি একসময় টেলিভিশনের সুপারহিট ছিল। জনপ্রিয় ছিল ঋষি আর পিহু-র জুটিও। 

শন ব্যানার্জীর ক্ষেত্রে মন ফাগুন ছিল তাঁর তৃতীয় ধারাবাহিক।

তবে মন ফাগুন দিয়ে অভিনয়ের জার্নি শুরু হয়েছিল সৃজলা গুহর। 

সৃজলা আর শনের জুটি এত জনপ্রিয়তা পায় যে তাঁদর নামে ফেসবুক-ইনস্টায় খোলা হয় বেশকিছু ফ্যানপেজ। 

খবর রয়েছে, মন ফাগুনের শুরুর দিকে শনের মাসে রোজগার ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা।

ডেবিউ হিসেবে মন্দ আয় করতেন না সৃজলাও। শুরুতে পেতেন ১ লক্ষ টাকা।

ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শন আর সৃজলা দুজনরই পারিশ্রমিক। 

জানা যায়, মন ফাগুন সিরিয়ালটি যখন শেষ হয়, তখন শনের পারিশ্রমিক ছিল ২ লক্ষ ৩০ হাজার টাকা।

আর মন ফাগুনের শেষের দিকে সৃজলা পেতেন ১ লক্ষ ২৫ হাজার টাকা।