By Priyanka Bose
Published May 3, 2023
Hindustan Times
Bangla
মুম্বইয়ে মনামী, 'কার সঙ্গে ঘুরছেন?' প্রশ্ন নেটিজেনদের
মুম্বই উড়ে গিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ
আরব সাগরের গা ঘেঁষা বিলাসবহুল হোটেল থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টলি নায়িকা
সকালে মিঠে রোদ গায়ে মেখে ব্রেকফাস্ট সারছেন মনামী
সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে প্রাতঃরাশ সেরেছেন নায়িকা
কালো ক্রপ টপের সঙ্গে কালো প্যান্ট পরে ছবিতে নো মেকআপ লুকে ধরা দিয়েছেন মনামী
এমনিতেই মনামীর রূপের জাদুতে বুঁদ থাকেন নেটিজেনরা
মনামীর শেয়ার করা ছবিতে প্রশংসায় ভরিয়েছেন ভক্তরা
কার সঙ্গে মুম্বই উড়ে গিয়েছেন মনামী? প্রশ্ন তুলেছেন অনুরাগীরা
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন