By
Published 7 Jun, 2023

Hindustan Times
Bangla

বেশ কিছুদিন হল কোরিয়ায় বেড়াতে গিয়েছেন মনামী। কিন্তু তাঁর সেই সফর যেন ফুরানোর নামই নিচ্ছে না। 

কখনও সিওল, কখনও জেজু তো কখনও অন্য কোনও দ্বীপে ঘুরে বেড়াচ্ছেন এখন তিনি। এবার ছবি দিলেন অ্যামিউজমেন্ট পার্ক থেকে। 

কালো কোঅর্ড ড্রেস পরে, স্কুল গার্লের মতো ঝুটি বেঁধে হাজির হলেন এই জায়গায়। 

ক্রপ টপ, মিনি স্কার্ট এবং ন্যুড মেকআপে মনামীকে ঠিক যেন টিনেজার মনে হচ্ছে! কে বলবে তাঁর বয়স ৩৮! 

কখনও চোখে থ্রি ডি গ্লাস লাগিয়ে ছবি দিলেন, তো কখনও কোনও শোয়ের লাইনে দাঁড়িয়ে। 

হট এয়ার বেলুনের ছবিও পোস্ট করেন তিনি। 

এই জায়গায় ঘুরতে আসা এক খুদে কোরিয়ানের ছবিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। 

অভিনেত্রীর সঙ্গে সঙ্গে তাঁর ভক্তদেরও কোরিয়ার সফর হয়ে যাচ্ছে ছবির মাধ্যমে!