Hindustan Times
Bangla

IPL-এর এক মরশুমে সব থেকে বেশি ২০০+ ইনিংস, ভেঙে গেল আগের সব রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়র লিগের এক মরশুমে সব থেকে বেশিবার ২০০-র বেশি রানের দলগত ইনিংস, দেখে নিন সেরা চারের তালিকা।

২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত ৩৮ বার ২০০ বা তারও বেশি রানের দলগত ইনিংস দেখা গিয়েছে।

২০২৩ আইপিএলে মোট ৩৭ বার ২০০ বা তারও বেশি রানের দলগত ইনিংস দেখা গিয়েছিল।

২০২২ আইপিএলে মোট ১৮টি ২০০ বা তারও বেশি রানের দলগত ইনিংস দেখা যায়।

২০১৫ আইপিএলে ১৫ বার ২০০ বা তারও বেশি রানের দলগত ইনিংস চোখে পড়ে।

সুতরাং, সব থেকে বেশিবার দলগত ২০০ বা তারও বেশি রানের ইনিংসের নিরিখে ২০২৩ আইপিএলের রেকর্ড ভেঙে যায় এবার।

ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউয়ের ২১৪ রানের ইনিংসটি ছিল এবারের আইপিএলের ৩৮তম ২০০+ ইনিংস।