Hindustan Times
Bangla

T20-তে সর্বাধিক 50+ ইনিংস, গেইলের বিশ্বরেকর্ড ছুঁলেন ওয়ার্নার, সেরা ১০-এ রয়েছেন রোহিত-কোহলি

ভাইজ্যাগে CSK-র বিরুদ্ধে ৫২ রান করে গেইলের রেকর্ড ছুঁয়ে ফেলেন দিল্লি ক্যাপিটালসের ওয়ার্নার।

টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকানো ১০ জন ক্রিকেটারের তালিকায় চোখ রাখুন।

১০. শিখর ধাওয়ান টি-২০ ক্রিকেটে ৭২ বার ৫০ টপকেছেন।

৯. এবি ডি'ভিলিয়র্স টি-২০ ক্রিকেটে ৭৩ বার ৫০ টপকেছেন।

৮. রোহিত শর্মা টি-২০ ক্রিকেটে ৮১ বার ৫০ টপকেছেন।

৭. শোয়েব মালিক টি-২০ ক্রিকেটে ৮২ বার ৫০ টপকেছেন।

৬. অ্যালেক্স হেলস টি-২০ ক্রিকেটে ৮৩ বার ৫০ টপকেছেন।

৫. অ্যারন ফিঞ্চ টি-২০ ক্রিকেটে ৮৫ বার ৫০ টপকেছেন।

৪. জোস বাটলার টি-২০ ক্রিকেটে ৮৬ বার ৫০ টপকেছেন।

৩. বাবর আজম টি-২০ ক্রিকেটে ৯৮ বার ৫০ টপকেছেন।

২. বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে ১০১ বার ৫০ টপকেছেন।

১. ডেভিড ওয়ার্নার টি-২০ ক্রিকেটে ১১০ বার ৫০ টপকেছেন।

১. ক্রিস গেইল টি-২০ ক্রিকেটে ১১০ বার ৫০ টপকেছেন। তিনি আপাতত ওয়ার্নারের সঙ্গে তালিকার শীর্ষে রয়েছেন।