Hindustan Times
Bangla

মারাত্মক হারে ভারতে ছড়াচ্ছে এই ৫টি ক্যানসার

বিশ্ব ক্যানসার দিবস প্রতি বছর পালিত হয় ৪ ফেব্রুয়ারি। সারা বিশ্ব জুড়েই পালিত হয় এই বিশেষ দিন।

শরীরের যেকোনও অঙ্গেই হতে পারে ক্যানসার। অঙ্গের নামে নামকরণ হয় ক্যানসারের।

পাঁচটি ক্যানসার সারা দেশেই ছড়িয়ে পড়ছে দ্রুত। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্যানসার।

ফুসফুস ক্যানসার: এই ক্যানসারে আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ রোগী ধূমপান করেন। ভারতে এই ক্যানসারই ছড়াচ্ছে দ্রুত।

স্তন ক্যানসার: মহিলাদের ক্যানসারের মধ্যে মারাত্মক হারে ছড়াচ্ছে এই ক্যানসার‌। এই মারণরোগ এড়াতে নিয়মিত পরীক্ষা করানো জরুরি।

অগ্ন্যাশয় ক্যানসার: খাবার হজমের জন্য জরুরি উৎসেচক তৈরি করে অগ্ন্যাশয়। এই ক্যানসারও রোগীমৃত্যুর হার বাড়াচ্ছে।

সার্ভিকাল ক্যানসার: মহিলাদের মধ্যে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে সার্ভিকাল ক্যানসার। স্তন ক্যানসারের পর এ নিয়েও সতর্ক করছেন চিকিৎসকরা।

কোলন ক্যানসার: পাকস্থলির পরের অংশটিকে বলে কোলন বা অন্ত্র। কোলন ক্যানসারও ছড়াচ্ছে দ্রুত।