By Abhisake Koley
Published 22 Feb, 2024
Hindustan Times
Bangla
২০২৪-এ সব থেকে বেশি আন্তর্জাতিক রান, উইলিয়ামসনকে টপকে শীর্ষে যশস্বী, সেরা দশে ভারতের তিন
১০. টেস্ট ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাট মিলিয়ে ২০২৪ সালে এপর্যন্ত ৩১৫ রান করেছেন শ্রীলঙ্কার সমরাবিক্রমে।
৯. ভারতের শুভমন গিল করেছেন ৩২১ রান।
৮. শ্রীলঙ্কার কুশল মেন্ডিস করেছেন ৩৫৯ রান।
৭. নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র করেছেন ৩৭০ রান।
৬. আফগানিস্তানের ইব্রাহিম জাদরান করেছেন ৩৭৮ রান।
৫. জাপানের কেন্দেল কাদোয়াকি ফ্লেমিং করেছেন ৪১১ রান।
৪. ভারতের রোহিত শর্মা করেছেন ৪১৬ রান।
৩. শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা করেছেন ৪৭৯ রান।
২. নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন করেছেন ৪৮৬ রান।
১. চলতি বছরে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ৬৪৫ রান করেছেন ভারতের যশস্বী জসওয়াল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন